পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বারথোলিনের গ্রস্থির পীড়া । &w o তির হইতে পারে। অনেক স্থলে একই স্ত্রীলোকের উভয় পার্থের গ্রন্থি বিভিন্ন আয়তনের হইতে দেখা যায় । সঙ্গমাসক্তির বয়সে অপেক্ষাকৃত বৃহৎ আয়তনের হয় । বাহ প্রদেশ কুজ ও অভ্যস্তর প্রদেশ স্থাজ, উীপ পেরিনিয়াল ফেসিয়া দ্বারা যোনি হইতে পৃথক্ থাকে সুতরাং,স্ফোটক হইলে যোনিমধ্যে বিদীর্ণ হইতে পারে না । এই গ্রস্থির বাঙ্ক ও সন্মুখাংশে স্কি ওরেক্টাল ফলার বসা, এবং পশ্চাৎ ও অভ্যস্তয়াংশে পিউডিক ধমনীর শাখ, শিরা ও স্নায়ু অবস্থিত । ইহার শ্ৰাৰ নিঃসরিক নল কিঞ্চিদধিক অৰ্দ্ধ ইঞ্চ দীর্ঘ, নিম্ন ও পশ্চাৎ হইতে উৰ্দ্ধাভ্যন্তর ও সম্মুখাভিমুখে আসিয়া যোনিমুখের পর্থের নিম্ন অর্ধাংশের মধ্যে—যে স্থানে হাইমেন যোনিমুখের প্রাচীরসহ সম্মিলিত হুইয়। কোণাকৃতিতে *ब्रिशंउ इहेब्राcझ, cनहे श८न ऊँचूद्ध इहेग्राहक । शहादशग्र ५हे भूथ এক খণ্ড শ্নৈয়িক ঝিল্লির পর্দা দ্বারা এরূপভাবে আবৃত থাকে, যে তন্মধ্যে সহজে শলাক প্রবেশ করান যায় না স্বস্থাবস্থার স্রাব চটচটে, বর্ণহীন স্বচ্ছ । ইহার ক্রিয়ার সস্থিত ক্লাইটোরিস এবং অণ্ডাশয়ের ক্রিয়ার সম্বন্ধ আছে । কাম প্রবৃত্তির উত্তেজনায় যথেষ্ট শ্রাব নিঃস্থত হয় । যৌবনারম্ভের পূর্বে এবং আর্তব শ্রাব এককালীন বন্ধ হওয়ার পরে অর্থাৎ কাম প্রবৃত্তির অভাবে এই গ্রন্থির পীড়া হওয়া মতি বিরল ঘটনা। যে ঋতুতে রতিশক্তি উত্তেজিত হয়, সেই ঋতুতে এই গ্রস্থির পীড়াও অধিক হয় . অত্যধিক সঙ্গম, হস্তমৈথুন, এসব ইত্যাদি জঙ্গ আঘাত ও প্রমেহ জম্ভ বারথোলিনের গ্রস্থির প্রদাহ প্রৰণত উপস্থিত হয় । যোনির প্রদাহ জন্ত বারথোলিনের গ্রস্থির প্রাৰনিঃসারক নলের প্রদাহ হইতে দেখা যায়। নগমুখের স্থান পরিষ্কার করিয়া সঞ্চাপ দিলেই মুখ হইতে পুত্রবৎ প্রাব নিঃস্থত হয়। মুখের পাশ্বদেশ আরক্ত বেগুণী বর্ণের রেখা দ্বারা পরিবেষ্টিত দেখা যায়। এইরূপ প্রদাহ প্রযেছলভূত झईरन श्रां८ब्रtअj कब्र काठjख कर्टिम । जTाद्धिमाण छाझेब्र cनांरवब्र