পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(23శి স্ত্রী-রোগ ।

এক এক সময়ে বেদন অত্যন্ত যন্ত্রণাদায়ক হইয়া উঠে। মুখ মণ্ডলের ভাৰ বস্ত্রণাবারক-অবসাদগ্ৰস্ত, হিষ্টিরিয়ার লক্ষণ বর্তমান থাকিতে পারে। স্থানিক পরীক্ষা করিলে মূত্রনালীর মুখের পাশে পাশে আরক্ত বেগুণী বর্ণের দানাবৎ কিম্ব তদপেক্ষা বৃহৎ নবজাত গঠন দৃষ্ট হয়।

    • v ७भ sिज ।-बूजनाजौब्र भूषब्र छनृकिॐलtब्र काब्रकल ।

উক্ত বৰ্দ্ধনে সামান্ত স্পর্শ—এমন কি ভূল দ্বারা স্পর্শ করিলেও জলনিবৎ বেদন উপস্থিত হয় । সামাপ্ত চৈতন্তনাশক ঔষধ প্রয়োগ করিয়া আক্রান্ত স্থল পরিস্কার করিতে আরস্ত করিলেগু রোগিণী বেদন। বোধ করে। সকল বয়সেই অপরিস্কার থাকার জন্ত স্রাধের উত্তেজনায় এই পীড়া হষ্টতে পারে। সমূলে উচ্ছেদিত না হইলে পুনরুৎপত্তির সম্ভাবনা থাকে । মূত্রনালীর প্রদাহ ইত্যাদি সহ ভ্রম হওয়া অসম্ভব নহে । কিন্তু এক হস্তের দুই অঙ্গুণী দ্বারা দুই পাশ্ব সটান করিয়া রাখিয়। অপর হস্তের এক অঙ্গুলী ধোনি মধ্যে প্রবেশ করাইয়া তদ্বারা যোনির সম্মুখ প্রাচীর সন্মুখাভিমুখে উচ্চ করিয়া রাখিলেই প্রকৃত অবস্থা দৃষ্টিগোচর হওয়ার সম্ভাবনা।