পাতা:স্ত্রী-রোগ.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३२ o স্ত্রী-রোগ । এবং স্থানিক উভয়বিধ লক্ষণই উপস্থিত হয়। বস্তি-গহবরের রক্তাধিক্য জন্ত শিরঃপীড়া, উদরাধান, হৃৎকম্প এবং অর্শ প্রভৃতি পীড়া হইতে পারে। সরলান্ত্রের শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা বা উত্তেজনাসহ জরায়ু এবং যোনির অসুস্থত৷ বৰ্ত্তমান থাকিতে দেখা যায়। জরায়ু স্থানচু্যত বা বক্র হইলে সরলান্ত্রের পীড়া উপস্থিত হওয়ার সম্ভাবনা । মূত্ৰমক্সের-—মধ্যে মূত্রাশয় এবং ইউরিটার জরায়ুসন্নিকটস্থ এবং তজ্জন্ত একের পীড়ার সহিত অপরের পীড়ার ভ্রম হইতে পারে। কমন ইলিয়ক ধমনী যে স্থানে দুই ভাগে বিভিন্ন হইয়াছে, ইউরিটার য়েই স্থান পার হইয়। ইণ্টারনাল ইলিয়াক ধমনীর সম্মুখ দিয়া সম্মুখ নিম্নাভিমুখে গমন করতঃ যে স্থানে এই ধমনী শাখা বিভক্ত হইয়াছে সেই স্থানে পশ্চাৎ দিকে বক্র হইয়া জরায়ু ধমনী পার হইয়া সম্মুখাভিমুখ হইয়াছে। এই স্থান জরায়ু-গ্রীধার অভ্যস্তর মুখের প্রায় সমস্তৃত্রে অদ্ধ ইঞ্চ দুরবস্ত্রী। অতঃপর যোনির পাশ্ব দিয়া কিয়দর গমন করতঃ যে স্থানে যোনি এবং মুত্রাশয় সম্মিলিত হইয়াছে, সেই স্থানে বক্র হইয়। যোনির সন্মুখ প্রাচীরের মধ্য স্থলে আসিয়া মুত্রাশয়ের প্রাচীরে প্রবেশ এবং অল্প নিম্নে বক্রভাবে বিদ্ধ কবিয়া তন্মধ্যে প্রবিষ্ট হইয়াছে । মোনির অগ্র প্রাচীরে অঙ্গুলী দ্বারা পরীক্ষা করিলে মুত্রাশয়ের যে স্থানে ইউরিটার প্রবিষ্ট হইয়াছে সেই স্থান হইতে ব্রডলিগামেণ্ট পৰ্য্যন্ত ইউরিটার অনুভব করা যায়। পরীক্ষার সময়ে অবটুরেটার ধমনী, স্নায়ু ব৷ লিভেটবে এনাই পেশীর সহিত ভ্রম হওয়া আশ্চৰ্য্য নহে । এইরূপ অবস্থান জন্ত মূত্রশিলা এবং মূত্রযন্ত্রের বিবিধ পীড়ার সহিত জননেন্দ্রিয়ের পীড়ার ভ্রম হইতে পারে । জরায়ু ইত্যাদির অস্ত্রোপচার जभप्इ हेsन्जिाब अङ्कडि आश्ड श्हेप्ड श्राप्त्व । उब्छ। डेङ शब्ज সমূহের বিশেষ অভিজ্ঞতা থাকা আবহক। সাধারণ শারীরতত্ত্ব বিষয়ক গ্রন্থ পাঠে তদ্বিবরণ অবগত হওয়া কৰ্ত্তব্য ।