পাতা:স্পেনীয় মুসলমান সভ্যতা.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(৮৩)

এই মহাসত্যের তত্ত্ব বুঝিয়াও নিজেদের দূর্ব্বলতা এবং অদূরদর্শিতা বশতঃ স্ত্রীলোকদিগকে অবরোধে বন্দিনী এবং অজ্ঞান অন্ধকারে নিমজ্জিতা করিয়া সমস্ত সমাজ-শরীরটা পচাইয়া তুলিতেছে! আশ্চর্য্যের বিষয় এই যে, যে ইসলাম ধর্ম্ম স্ত্রীলোকদিগের অবরোধপ্রথা আদৌ সমর্থন করে না, উহাই এদেশে একটী প্রধান ধর্ম্ম-কার্য্য বলিয়া গণিত হইতেছে! স্ত্রীলোকদিগের বন্দী দশা যাহা সভ্যতা ও ধর্ম্মের চক্ষে সর্ব্বাপেক্ষা ঘৃণিত ও কলঙ্কজনক, তাহাই আমাদের নিকট গৌরবকর ও ধর্ম্মজনক বলিয়া বিবেচিত হইতেছে!

 কর্ডোভার ন্যায় গ্রাণাডাতেও স্ত্রীলোকদিগের স্বতন্ত্র চিকিৎসা বিদ্যালয় ও হাসপাতাল ছিল। বহু মহিলা চিকিৎসা বিদ্যায় বিশেষ খ্যাতি লাভ করিয়াছিলেন। ফান্স, ইটালী এবং অষ্ট্ৰীয়া প্রভৃতি খ্রীষ্টীয় রাজ্যের রাণী কুমারী এবং সন্ত্রান্ত কুলমহিলাদিগের