পাতা:স্ফুলিঙ্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

১২৮

বাতাস শুধায়, “বলে তো, কমল,
তব রহস্য কী যে।”
কমল কহিল, “আমার মাঝারে
আমি রহস্য নিজে।”

১৩১