পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিভাষণ অভাব বোধ ও ছিল না । এটা বুঝলেন চোথে চপ্‌মা পরার পরে । এবং এর পরে চমূম ছাড়াও আর গতি ছিল না। এমনিই হয়—এ-ই সংসারের স্বাভাবিক নিয়ম । বাঙ্গলার শিক্ষিত মন কেন যে ‘বিজয় - বসন্তের মধ্যে তার রসোপলব্ধির উপাদান আর খুজে পায়না, এই তার কারণ। এবং মনে হয় আধুনিক-সাহিত্য-বিচারেও এই সত্যটা মনে রাগ প্রয়োজন যে, সাহিত্য রচনায় আর যাই কেন না হোক, শ্লীলত, শোভনতৃ, ভদ্ররুচি ও মাৰ্জ্জুিত মনের রসেপলুব্ধিকে অকারণ দাম্ভিকতায় বারম্বার আঘাত করতে থাকলে বাঙ্গলা সাহিত্যের যত ক্ষতিই হৌক, তাদের নিজেদের ক্ষতি হ’বে তার চেয়েও অনেক বেশী । সে আত্মহত্যারই নামা স্তর । -- - مي. বলবার হয়ত অনেক কিছু আছে, কিন্তু আজকের দিনে আমি সাহিত্য বিচারে প্রবৃত্ত হ’ব না। শেষের একটা নিবেদন। শ্রদ্ধা ও স্নেহের অভিনন্দন মন দিয়ে গ্রহণ করতে হয়, তার জবাব দিতে নেই । আপনার! আমার পরিপূর্ণ হৃদয়ের কুতজ্ঞত। গ্রহণ করুন।*

  • ৫৫তম বাৎসরিক জন্মতিথিতে প্রেসিডেন্সি কলেজে বঙ্কিম-শরং সমিতি প্রদত্ত অভিনন্দনের উত্তরে পঠিত ।

>Sふ