সাহিত্য মনে পড়বে, এ দিনের মত সেদিনে আমর। এমন করে পরম্পরের ছিদ্র খ-জে বেড়াতাম না, এক আধটা ব্যতিক্রম হয় তা ঘটেচে, কিন্তু এখনকার সঙ্গে তার তুলনাই হয় না। সাহিত -সেবকদের BBBBBBB BBBB BBB KBBS SSBBBB BYT BBBB SBBBS BBB পাওয়া চিরদিনই চলে আসূচে এবং চিরদিনই চলবে । কিন্তু তরুণ দলের মধ্যে আজকাল এ কি হ’তে চললে ? নিন্দে করার এ কি উদাম উৎসাহ, গ্লানি প্রচারের এ fক নিৰ্দ্দয় অধ্যবসায় । কেবলি একজন অ্যর একজনকে চোর প্রতিপন্ন করতে চায় । খবরের কাগজে কাগজে যত দেখি ততই যেন মন লজ্জায় দুঃপে পরিপূর্ণ হয়ে আসে । গম নেই, ধৈৰ্য্য নেই, বেদন বোধ নেই, হানাহানির নিষ্ঠুরতার যেন শেষ হ’তেই চায় না । কোথায় কার সঙ্গে কতটুকু মিলচে, কার লেগ। থেকে কে কতটুকু নকল করেচে, রুক্ষ কটু কণ্ঠে এই খবরট বিশ্বের দরবারে ঘোষণা করে যে এর কি সাম্বন অনুভব করে আমি ভেবেই পাইনে। ঘরে বাইরে কেবলি জানাতে চায় যে বাঙ্গলা দেশের সাহিত্যিকদের বিদেশের চুরী করা ছাড়া আর কোন সম্বলই নেই। যতীনকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে অতি পরিশ্রমে খুজে খুঁজে এই গোয়ান্দাগিরির কাজটা তখনও আমাদের সাহিত্যিক মহলে প্রচলিত হয়ে উঠেনি । যাই হোক কামনা করি তোমাদের রস-চক্রের রসিকদের মধ্যে যেন এ ব্যাধি কখনও প্রবেশ করবার দরজা খুঞ্জে ন, পায় । কবি নই, মনের মধ্যে কথা জমে উঠলেও তোমাদের মত প্রকাশের ভধি খুজে পাইনে, গুছিয়ে বলা হয় না । তাই চিঠি লেখা হ’য়ে যায় আমার চিরদিনই এলে-মেলে । X5's
পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।