পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার কথা হলো না । তাদের - অর্থোপার্জন থেকে সুরু করে আহার নিদ্রা অব্যাহত চলতে লাগল, তাদের ক্ষুদ্র স্বার্থে কোথাও এতটুকু বিঘ্ন হলো না, শুধু তিনি ও তার পচিশ হাজার সহকৰ্ম্মী দেশের কাজে দেশের জেলেই পচতে লাগলেন। প্রতিবিধান করবে কি, এতবড় হীনতায় লজ্জা বোধ করবার শক্তি পৰ্য্যন্ত যেন এদের চলে গেছে। এরা বুদ্ধিমান, বুদ্ধির বিড়ম্বনায় ছুতে grāIĘ Non violence ft HGH y Nonco-operation ft 5!= ? ofrīstā Movement fr Practical ? তাইত আমরা. । কিন্তু কে এদের বুঝিয়ে দেবে কোন Movementই কিছু নয়, যে Move করে সেই মানুষই সব। যে মানুষ, তার FFİCE Co-operation, Non-co-operation, Violence, Nonviolence সবই সমান, সবই সমান ফলপ্রস্থ । Non-co-operation বস্তুটা ভিক্ষে চাওয়া নয়, ও একটা কাজ, স্বতরাং একথা কিছুতেই সত্য নয় যে, Non-co-operation পন্থা এ দেশে আচল,—মুক্তির পথ সে দিকে যায়নি। অন্ততঃ, এখনো একদল লোক আছে, তা সংখ্যায় যত অল্পই হোক, যারা সমস্ত অন্তর দিয়ে একে আজও বিশ্বাস করে। এরা কা’রা জানেন ? একদিন যারা মহাত্মাজীর ব্যাকুল আহবানে স্বদেশ-ব্রতে জীবন উৎসর্গ করেছিল, উকীল তার ওকালতী ছেড়ে, শিক্ষক তার শিক্ষকতা ছেড়ে, বিদ্যার্থ তার বিদ্যালয় ছেড়ে, চারিদিকে তাকে ঘিরে দাড়িয়েছিল, যাদের অধিকাংশই আজ কারাগারে,—এরা র্তাদেরই অবশিষ্টাংশ।" দেশের কল্যাণে, আপনার কল্যাণে, আমার কল্যাণে, সমস্ত নরনারীর কল্যাণে যারা ব্যক্তিগত স্বার্থে জলাঞ্জলি দিয়ে এসেছিল, সেই দেশের লোক আজ তাদের কি দাড় করিয়েছে 이