পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থতিকথা মনে হয়, পরাধীন দেশের সব চেয়ে বড় অভিশাপ এই য়ে, মুক্তিসংগ্রামে বিদেশীয়ের অপেক্ষা দেশের লোকের সঙ্গেই মানুষকে বেশী লড়াই করিতে হয়। এই লড়াইয়ের প্রয়োজন যেদিন শেষ হয়, শৃঙ্খল আপনি খসিয় পড়ে। কিন্তু প্রয়োজন শেষ হইল না, দেশবন্ধু দেহত্যাগ করিলেন। ঘরে বাহিরে অবিশ্রান্ত যুদ্ধ করার গুরুভার তাহার আহত, একান্ত পরিশ্রান্ত দেহ আর বহিতে পারিল না। আজ চারিদিকে কান্নার রোল উঠিয়াছে, ঠিক এত বড় কান্নারই প্রয়োজন ছিল । তাহার আয়ুষ্কাল যে দ্রুত শেষ হইয়া আসিতেছে, তাহ আমরাও জানিতাম, তিনি নিজেও জানিতেন। সেদিন পাটনায় যাইবার পূৰ্ব্বে আমায় ডাকাইয়া পাঠাইলেন। শয্যাগত ; আমি কাছে গিয়া বসিতে বলিলেন, এবার final শরৎ বাবু। বলিলাম, আপনি যে স্বরাজ চোখে দেখিয়া যাইবেন বলিয়াছিলেন ? ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিলেন, তার আর সময় श्झेल नां । তিনি যখন জেলে, তখন জন কয়েক লোক প্রাচীরের গায়ে নমস্কার করিতেছিল। জিজ্ঞাসা করায় তাহারা বলিয়াছিল, আমাদের দেশবন্ধু এই জেলের মধ্যে, তাহাকে চোখে দেখিবার যে নাই, আমরা তাই ● 8V)