পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । సిసి

  • ওই দেখ দেখ লে। ওই যে আসিছে প্রাণ-নাথ । ”

তা হলে বড় মজা হবে। এই ব্যালা,বল-এই ব্যালা বল—এসে পড়লেন বলে। জেহেনা। আমি কেন ভাই বলব—তোমার প্রাণনাথ ভূমি বল না । ( জগৎ উকি মারিয়া প্রস্থান।) সুমতি। তা তাই তোমার বলতে দোষ কি ? ঐ যে ঐ যে (জগতের প্রতি) কোথায় পালাও ? এসনা ভাই। এক জন নুতন লোককে দেখে যাও না । (জগতের প্রবেশ ও জেহেন ঘোমটা টানিয়া অত্যন্ত জড় সড় হইয়া উপবেশন।) জেহেন। ও কি কর—ও কি কর ভাই ? জগৎ । (ব্যস্ত সমস্ত ভাবে ) ভূমি গান শেখ না-গান হয়ে গেলে আমি আস্ত্ৰ এখন (পিছন ফিরিয়া গমন উদ্যত ) সুমতি। না তা হবে না—এর সঙ্গে আলাপ করতে হবে। বোসে না । জগৎ। যে কি হয় ?—ওঁর লজ্জ করবে যে। আচ্ছ। ওকে জিজ্ঞাসা কর বরং । উনি যদি অনুমতি দেন তা হলে বসি। স্বমতি । কি জেহেন অনুমতি হবে ? অন্ত লজ্জ কচ্চ কেন ?