পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yee স্বপ্নময়ী নাটক । আমার তো কিছু লজ্জা কচ্চে না। যদি না বল তা হলে কিন্তু ওর অপমান করা হবে । আচ্ছা কথা কৈতে না পার, ঘাড় নেড়ে বল। অবুশ্যি দিকে ঘড়ি নেড়ে না। (জেহেনার এক দিকে ঘাড় নাড়া ) হয়েছে হয়েছে অনুমতি হয়েছে। জগৎ । আচ্ছ। তবে বসি । সুমতি। ইনি এমন ভাল লোক তোমাকে কি আর বল্ব। ও'র স্বামী ওর উপর এত অত্যাচার করেন তবু উনি তাকে ভয়ানক ভালবাসেন, ছদও না দেখতে পেলে একেবাবে ছটু ফট করেন। জেহেন (অর্থ দুট স্বরে মটর দিকে চাহিয়া নখ ফুটতে খুঁটিতে বিষ ভাবে) না মহাশয় তিনি আদবে অত্যাচার করেন না—ওর কথা শুনবেন না। জগৎ । আমি পূর্বেই সুমতির কাছথেকে আপনার দুঃখের কথা শুনেছিলুম, তা শুনে আমার বড় কষ্ট হয়েছিল। জেহেন। সে মশার কারও দোষ নয়—আমার অদৃষ্ঠেরই দোষ (সুমতির প্রতি মৃদু স্বরে ) দেখ দিকি ভাই তুমি ওসব কথা ওকে কেন বলে ? সুমতি । তাউনি জানলেনই বা, তাতে দোষ কি ? জেহেনা । (মুমতির কানে কানে ) দেখ ভাই—তোমার প্রাণনাথের ঠোঁট দুটি বড় ভাল, ঠোঁটে কি আল্ত দিয়েছেন ? সুমতি (উচ্চ হাস্য করিয়া) দেখ ভাই জেহেন বল্‌চে— জেহেন । ( মুমতির মুখ চাপিয়া ধরিয়া) না ভাই—বোলো