পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R স্বপ্নময়ী নাটক । নাই-আমি লোকের বাড়ি বাড়ি বেড়িয়েছি, আরংজীবের অত্যাচারের কথা জলন্ত ভাষায় তাদের কাছে বর্ণনা ক'রেছি ; কিন্তু কিছুতেই তাদের উত্তেজিত করতে পারলেম না, কিছুতেই তাদের পায়াণ-হৃদয় বিগলিত হ'ল না, সেই সকল হীন জড় পদার্থের কিছুতেই চেতন হ’ল না। স্থরজ। সেই জন্যই তো আপনাকে বলুচি অন্ত উপায় পরিত্যাগ করে এখন এই উপায় অবলম্বন করুন। দেখবেন এতে নিশ্চয়ই কৃতকাৰ্য্য হবেন। শুভ। কিন্তু প্রতারণা কি ক'রে করব ?—আমি প্রতারণা করব ? চির জীবন যা আমি ঘৃণা করে এসেছি, যা আমার দুই চক্ষের বিষ, যার একটু গন্ধও আমার সহ হয় না, সেই জঘন্য প্রতারণাকে কিনা আমি এখন আমার অঙ্গের ভূষণ করব—আমার চির জীবনের সঙ্গী করব ?—তা কি ক'রে হবে স্বরজ ?—আমি দেশের জন্ত-- মাতৃভূমির জন্য-ধর্মের জন্য—আর সকল ক্লেশ সকল জয়ণকেই আলিঙ্গন কচ্চি, কিন্তু—কিন্তু—দেবতার ভাণ ক’রে লোকের শ্রদ্ধা আকর্ষণ করা–ছদ্মবেশ ক'রে লোকদের প্রতারণ করা—ও; কি अण्छ–कि बर्षछ স্বরজ। সে কথা সত্যি—প্রতারণাটা যে বড় ভাল কাজ তা আমি বলচি নে—কিন্তু এ ভিন্ন যখন আর কোন উপায় নেই, তখন কি করবেন বলুন—মহৎ উদেশ্য সাধনের জন্ত কখন কখন হীন উপায়ও অবলম্বন করতে হয়—ত না করলে চলে কৈ ?—তীর্থস্থানে