পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০২ স্বপ্নময়ী নাটক । সুমতি। আচ্ছ। তবে এসো—অনেক ক্ষণ ধরে রেখেছি। জেহেনা। (স্বগত) এক আঁচড়েই বুঝে নিয়েছি—তোমাকে ফাদে ফেলতে বেশি দেরি লাগবে না। (জগতের প্রতি কটাক্ষ হানিয়া জেহেনার প্রস্থান।) সুমতি । আমি না বলিছিলুম, তা কি ঠিক না ? জেহেন বড় ভাল লোক । o জগৎ । বাস্তবিক—বড় সরেস লোক—আহা, বেচারা কি কষ্টই না পাচ্চে । স্বমতি। আমার কাছে গান টান করে তবু মনটা একটু ভাল হয়, না হলে বড়ই বিমর্ষ হয়ে থাকে। জগৎ। হঁ। আমি দেখিছি, ওর মুখে কেমন একটা মিষ্টি বিমর্যের ভাব আছে। সুমতি। এস ভাই এখন ও-ঘরে যাওয়া যাক। জগৎ। চল। (স্বগত) জেহেন আর একটু থাকলে বেশ छ्ऊ । ( প্রস্থান । )