পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । ృe\9 পঞ্চম গর্ভাঙ্ক। حسمهه8 مهس রাজবাটীর উদ্যান । রহিমের প্রবেশ । রহিম। (স্বগত) জগৎকে এত করে বলচি বিদ্রোহের কোন সম্ভাবনা নেই তবু সে তো নিরস্ত হচ্চে না, নবাবের কাছে নিজে যাবে বল চে, নবাবের একবার চৈতন্য হলে আমাদের কাজ উদ্ধার হওয়া বড় কঠিন হবে। মদেতে মাঝে মাঝে দিব্যি বের্হোস হয়ে প'ড়ে থাকে কিন্তু আবার মন্ত্রীর পরামর্শে কেমন এক একবার চেতনা হয় । অার এক টোপ তো ফেলিছি, দেখি এবার বড়সি লাগে কি না, তবে যদি ছিপ শুদ্ধ টেনে নিয়ে পালায় সেই ভয়-কিন্তু ছিপৃ আমার মুটোর মধ্যে, তা ছিড়ে নেওয়া বড় শক্ত । ( সুরজের প্রবেশ । ) সুরজ। বন্দেগি খ সাহেব । রহিম । বন্দেগি, এখানে কি মনে ক’রে ? স্বরজ। একটা বরাত ছিল । রাস্তা দিয়ে যাচ্ছিলুম, মনে করলুম খাঁ সাহেবকে একবার সেলাম দিয়ে আসি। তা ইদিক कब्र कउ मूल ? রহিম । তার জন্যে তোমরা ভেবো না—যখন একবার তোমা,