}08 স্বপ্নময়ী নাটক । দের কথা দিয়েছি তখন আর নড় চড় হবে না—তোমরা মনে করচ আমার তো কোন স্বার্থ নেই তবে কেন আমি এ কাজ করব— কিন্তু তা ভেব না, পরোপকার করাই আমার জীবনের ব্রত। বিশে যতঃ তোমাদেব সঙ্গে যখন বন্ধুত্ব হয়েছে তোমাদের জন্য আমি প্রাণ পৰ্য্যন্ত দিতে পারি। স্বরজ। সে আপনার অনুগ্রহ। বাস্তবিক খ৷ সাহেব, আপনার মত পরোপকারী লোক আমি কোথাও দেখি নি। আপনার কোন স্বাৰ্থ নেই—অথচ আমাদের কেবল উপকারের জন্তেই আমাদের সঙ্গে যোগ দিয়াছেন। এ কি সাধারণ কথা ?—ক জন লোক এ রকম পারে ?—কিন্তু খ৷ সাহেব একটা কথা শুনে ভারি ভয় হয়েছে। রাজকুমার নাকি বিদ্রোহের সন্দেহ করে সৈন্তসংগ্রহ করচেন— আবার নবাবের সঙ্গে দেখা করতে যাবেন, তা হলে তো বড়ই বিপদ। নবাবের সঙ্গে যেন তার সাক্ষাৎ করাটা কোন মতেই না ঘটে—এইটি আপনার কোন রকম ক'রে করতে হচ্চে। রহিম । সে আমাকে আর বলতে হবে না। তোমাদের উপকারের জন্যে আমি কি না কচি ৷ কিন্তু এই ব্যাল তোমাকে একটা কথা दन রাখি-শুভসিংটা কোন কাজের নয়—ওকে তোমাদের সেনাপতি ক'র না–তা হলে সব ব্যর্থ হবে। ও কি কখন যুদ্ধ দেখেচে ? স্বরজ। শুভ সিং আবার যুদ্ধ করবে ?—হয়েছে। আপনি কি তাই মনে করেছেন না কি ? আপাতত একটা লোক খাড়া
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।