পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। 'o(* ক'রে রেখেছি এই মাত্র, কাজেব সময় আপনিই আমাদের ভরসা। বাস্তবিক ধরতে গেলে আমাদের দলপতিই বলুন, কর্তাই বলুন, সেনাপতিই বলুন, আপনিই আমাদের সব, আপনার ভরসাভেই এই কাজে প্রবৃত্ত হওয়া। নবাবের সঙ্গে যাতে রাজকুমারের সাক্ষাৎটা না ঘটে— রহিম । তার জন্তে ভেবো না—আর নবাবের আমি কি না জানি—তার প্রপিতামহ দেলোয়ার খ৷ ১২৬০ সালে এক জন সামান্ত ফেরিওয়ালাব কাজ,করত, তার পর তার পিতামহ আলি খা—সালট মনে পড় চে না কি ভাল— স্বরজ। (স্বগত) এই আবার চোদ পুরুষের শ্রাদ্ধ আরম্ভ করেছে (প্রকাশ্যে ) রাজকুমার এই দিকে ডাচেন আমি পালাই। বন্দেগি । ( স্থরজের প্রস্থান ) রহিম । কৈ ? হুঁ তাই তো, আচ্ছা বন্দেগি । ( জগৎ রায়ের প্রবেশ । ) রহিম । কুমার, বন্দেগি বন্দেগি । (নত ভাবে সেলাম ) জগৎ । রহিম, আমার আর সময় নেই। ੋੜ হাতি ঘোড়া প্রস্তুত করতে বল। আমার সঙ্গে একশে পদাতিক যাবে। আর একশো ঘোড়-সওয়ার। নবাবকে যা সওগাদ দিতে হবে মন্ত্রী সব ঠিক করে রেখেছে। তুমি এই সকল উদ্যোগ শীঘ্র কর। রহিম । যে হুকুম কুমার এখনি যাচ্চি —নবাবের সঙ্গে সাক্ষাৎ ? 28