Y oy স্বপ্নময়ী নাটক । জগৎ । ই নবাবের সঙ্গে। কেন বল দেখি ? রহিম । না তাই হজুবকে জিজ্ঞাসা কচি--বোধ হয় রাজ্যের কোন বিশেষ বিপদ উপস্থিত হয়ে থাকবে নৈলে নবাবের সঙ্গে সাক্ষাৎ কেন ? জগৎ। বিপদ নয? যে রকম শুনতে পাচ্চি শীঘ্রই একটা বিদ্রোহ উপস্থিত হবে। মহারাজ বামন পণ্ডিতদের অজস্র দান করে র্তার কোষাগার প্রায় শূন্ত করে ফেলেছেন, " অর্থের অভাবে সৈন্য সংগ্রহ হয়ে উঠছে না। নবাবের কাছে গিয়ে দেশের অবস্থা বুঝিযে বলে তার কাছ থেকে বিশেষ সাহায্য পাওযা যাবে। নবাব সাহেব বোধ হয় এগন ও কোন খবর পান নি –তাহলে কি তিনি নিদ্রিত থাকেন ? রহিম । কুমার, বিদ্রোহের কথা যদি সত্যি হত তা হলে কি নবাব সাহেব খবর টেব পেতেন না ? জগৎ । নবাব সাহেব দূবে থাকেন তিনি টের পাবেন কি কবে ? আর ঠাব যে সকল কর্মচাবী আছেন, এবকম একটা বিদ্রোহ হলে তাদের পক্ষে তো খুব মজা —উপার্জনের বেশ উপায় হয়। রহিম । নবাবের কর্মচারীরা খারাপ নয় ? অভ্যস্ত খারাপ । এই যে এখানকার সহর কোতোয়:ল আছেন—এর প্রপিতামহ খস্রু র্য। তিনি ১৩০০ সালে—“ জগৎ । ও-সব কথা রেখে দেও, আমি শুনতে চাইনে, এখন যা বলুচি ভাই কর।
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।