তৃতীয় অঙ্ক । >०१ রহিম । ষো হুকুম কুমাব—আমি এখনি সমস্ত উদ্যোগ করতে বলে দিচ্চি—আর.একটা শিশি কি সঙ্গে দৈব ? কি জানি যদি কখন ইচ্ছে হয়— জগৎ । ই ই বটে বটে সেটা ভুলনা। ভাল কথা মনে করে দিয়েছ, আমার এখনি একটু তৃষ্ণ পাচ্চে–আছে কি কিছু সঙ্গে ? রহিম। আছে বৈকি—এই যে (জেব হইতে মদের শিশি বাহির করিয়া) আমার কাছে কিনা থাকে—হজুরেব কখন কি দরকার হয় আনি আও থাকতে সব ঠিক করে রেখে দি। জগৎ । তাই তো, তুমি তো, খুব ভূদিয়ার দেখছি, ভাগ্যিস্ তোমার কাছে ছিল, তামাব এমনি তৃষ্ণা পেযেছিল কি বলব। রহিম । এখন কি খাবেন ? আমি বরং আগে হুকুমট তামিল করে আসি । জরুবি ক{জ, বিদ্রোহ— জগৎ । না এখনি এখনি—শিশিট এখনি দাও (শিশি কাড়িয়া লইয়া পান ) হুকুম পবে হবে। রহিম আশ্চৰ্য্য, তুমি কি ক’রে আগু থাকতে এ সব সংগ্রহ করে রাখ বল দেখি ? ভাগ্যিস্ তোমার কাছে ছিল । রহিম। আমার সব সংগ্ৰহ থাকে, কি खानै शि কুমারের কোন জিনিস কাজে লাগে। জগৎ । ( নেশাগ্ৰস্ত হইয়া) রহিম রহিম তোমার স্ত্রীর গল। বড় মিঠে— রহিম । আজ্ঞ সকলেই তে। তাই বলে।
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।