পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক | \S) পৌঁছতে গেলে কখন কখন পঙ্কিল পথ দিয়েও চলতে হয়—ত বলে এখন কি করবেন-এ যদি না করতে পারেন তবে আর কেন— সে সঙ্কল্প ত্যাগ করুন—যেমন অন্ত দশ জুনে জড়পি ও পাষাণের স্যায় সকল অত্যাচারই সহ ক’রে অাছে—তেমনি আসুন আমরাও সহ ক'রে থাকি। তাদেরই বা অপরাধ কি ?—তারা দেশের চেয়ে প্রাণকে বেশি ভাল বাসে—তাই তারা দেশের জন্য প্রাণ বিসর্জন করতে পারচে না—আপনি অত্যাচারের চেয়ে প্রতারণাকে বেশি ঘৃণা করেন—আপনিও দেশের জন্তে এই ঘৃণাকে অতিক্রম করডে পারচেন না। শুধু তাদের দোষ কি ?—সকলেই এই রকম করে থাকে। যার যাতে বেশি কষ্ট—সে সে-কষ্ট দেশের জন্ত স্বীকার করতে চায় না। আসল কথাই এই। না হ’লে, মুখে জারিজুরি করতে তো সকলেই পারে। শুভ। (কিয়ৎকাল চিস্তার পর )–আচ্ছা সুরজ, আমি দেশের দ্য তাও করব । স্বরজ। এখন তবে জামার মৎলবটা শুমুন—প্রথমত দেবতার Iণ করে কতকগুল লোককে হস্তগত করতে হবে, তার পর সেই Tাকদের নিয়ে বৰ্দ্ধমান রাজের কোষাগার লুঠ করতে হবে-সম্রাট Tরংজীবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে গেলে বিলক্ষণ অর্থের বিশ্যক, এই উপায়ে অর্থ সংগ্রহ হ'লে যুদ্ধের আয়োজন অনায়াসেই তে পারবে । শুভ। বৰ্দ্ধমান রাজের কোষাগার লুঠ ?—দস্যবৃত্তি ? তার