পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* স্বপ্নময়ী নাটক । যদি সময় মত না পায় তাদের তো এমন কষ্ট হয় না—তাদের মুখ দেখুলে মায়া করে। আমি তো তাদের না দিয়ে থাকৃতে পারি নে। তাই আমি আজ এসেই আপনার মুখ ভারি শুকনো দেখিছিলুম। আমার এমনি কষ্ট হচ্ছিল। জগৎ । সত্যি বড় কষ্ট হয়। জেহেনা । আর সখি তবে এমন কল্লেন কেন ? আহা বড় মুখ শুখিয়ে গেছে, কোথায় আছে বলুন, 'আমি এনে দিচ্চি। (উত্থান ) জগৎ । না জেহেন তুমি বোসে, তুমি কি করে পাবে—সে কোথায় লুকিয়ে রেখে দিয়েছে। জেহেন । আচ্ছ একবার খুজে দেখি। ( অন্বেষণ ও কুলুঙ্গি হইতে একটা শিশি পাইয়া) পেয়েছি পেয়েছি। জগৎ । পেয়েছ ? তবে নিয়ে এস। অঃ বাচা গেল । জেহেনা। কিন্তু রাজকুমার আমার একটু ভয় কচ্চে—সখি বারণ করে গেছেন—আমি দিলুম-তিনি কি মনে করবেন। জগৎ । তিনি আবার কি মনে করবেন ? তার কোন ভয় নেই। জেহেন ৷ ੇ কিছু মনে করবেন না ? তিনি মনে করবেন র্তার স্বামী-আমার কি অধিকার আছে ? জগৎ । না সে সব কিছু ভেবো না জেহেনা—দাও । জেহেনা। আপনার কষ্ট দেখে না দিয়েও থাকৃতে পাচ্চিনে । ( শিশি জগতের হস্তে প্রদান)