পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूउँौग्न अन्न । XYNO জগৎ । ( মদ্য পান করিয়া) আল্লা ! বাচা গেল। এইবার জেহেন তবে একটা গান হোকৃ। জেহেনা। (যেন জগতের কথা শুনিতে পায় নাই ভাণ করিয়া পানের বোটায় চুন দিয়া একটা পানের উপর লিখন ) জগৎ । কি লিখছ জেহেন । জেহেন । না—কিছু না। একটা পান খাবেন ? না না না— ভুলে—আমার হাতের পান খাবেন কি ক’রে ? ঘেন্না করবে যে ! জগৎ । বল ক্লি—তোমার পানে ঘৃণা করবে ? দাও আমি খাচ্চি । জেহেন। (পান প্রদান ) পানে একটু চুন কম হয়ে ছিল— তা এই আস্ত পান একটা ওর সঙ্গে খান, তা হলে চুন লাগবে না। ( প্রদান ) জগৎ। (আস্ত পান লইয়া) এ কি -এ সব লেখা কি ভূমি এই মাত্র বুকি লিখছিলে জেহেন ?—“জগৎ—জগৎ"— জেহেনা । ( লজ্জার ভাণ) ও মা—ও মা—ও মা-ও কি করেছি—কোন পানটা দিতে কোন পামটা দিয়েছি—ও লামার লেখা না-ও হিজিবিজি কে লিখেছে। জগৎ । তা হোকৃ দিব্যি হাতের লেখা। আর পানটি এমন চমৎকার সাজা হয়েছে কি বল্ব। এইবার তবে একটা গান হোকৃ— জেহেনা । ( জগতের মুখের পানে গদ গদ ভাবে এক দৃষ্টে চাহিয়া) )●