তৃতীয় অঙ্ক । ১১৫ श्म।ि भाव डांडे आशब मन बरु খারাপ হয়ে গিয়েছিল বলে কিছুতেই ভাল করে কথা কইতে পারলুম না—আবার যে দিন আসবেন সে দিন ভাল ক'রে কথা কব। জগৎ। ঐ রকম ক'রে ভূমি তার િ ব্যবহার করলে কি আর সে আসবে ? কোন ভদ্রলোক এ রকম সহ করতে পারে ? মুমতি। আচ্ছ ভাই তিনি এলে আমি ੋੜ পায়ে ধরে মাপ চাব। আমি বলুচি আমার অন্যায় হয়েছে। জগৎ শুধু ছায় হয়েছে ভারি অন্যায় হয়েছে। দিনকে দিন তোমার স্বভাবটা কেমন কঠোর হয়ে পড়চে । আমি এত ক'রে সে শিশিট চাইলুম, তুমি কিছুতেই দিলে না। জেহেনা এক জন नडून লোক, আমার কষ্ট দেখে তারও পৰ্য্যন্ত মায়া হল, আর তোমার কিছুই হল না। ভাগ্যিস জেহেন ছিল তাই—নানা তা, ঠিক নয়—সে কথা বলুচি নে—আমি আপনিই— - সুমতি। কি ! জেহেন তোমাকে শিশিটা এনে দিয়েছে না কি ?—ভাই, তোমার কিসে ভাল হয় আমার চেয়ে কি জেহেন ভাল জানে ? p - জগৎ। না না তা নয়—জেহেন কিছু এনে দেয় নি—, তোমার চেয়ে কি করে ভাল জানবে ?—না না তা বলুচি নে,—এস, আমার কাছে এস,এইখানে বোসে। এতক্ষণ কেন আস নি ? সুমতি । (ক্ৰন্দন ) ভাই-ভাই-আমি আসা মাত্রই তোমার মুখ ক্ষ্মেন এক রকম হয়ে গেল-আমি তোমার কাছে এলে কি
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।