এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চতুর্থ অঙ্ক। به همی প্রথম গর্ভাঙ্ক । --حہ محمماس۔ রাজবাটীর উদ্যান । রাজা। বল কি মন্ত্ৰি! মন্ত্রী। আজ্ঞা হা মহারাজ, ভারি আশ্চৰ্য্য, রাজকুমারী এবার কি ক'রে যে পালালেন তা কিছুই ভেবে পাই নে—রক্ষকদের জিজ্ঞাসা করলুম, রক্ষকেরা বল্পে যে একজন দেবতা এসে হফুর রাত্তিরে দ্বার খুলতে বল্লেন—তারা ভয়ে দ্বার খুলে দিলে। একজন রক্ষক। সত্যি দেবতা বটে, তার তিনটে চোকৃ আছে, কপালের চোকৃট দপ্দপ্ করে জলে। হজুর আমি তো তাকে দেখে মুচ্ছে। বিলুছিন্ম l রাজা স্বপ্নময়ী তো একজন দেবতার কথা সারাদিন বলে । কে সে দেবতা ন জানি–কিছুই তো বুঝতে পাচ্চিনে। মন্ত্রী। যেমন এক দিকে শুভসিংহ বিদ্রোহী হয়েছে, তেমনি শুনেছি একজন সন্ন্যাসীও দেবতার ভান করে চারি দিকে বেড়াচ্চে—আর লোকের মধ্যে বিদ্রোহ উত্তেজন ক'রে দিচ্চে ।