পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩ স্বপ্নময়ী নাটক । মন্ত্রী। আমি তবে মহারাজ বিবাহের সমস্ত উদ্যোগ স্থগিদ করে রাণি। - - রাজা। কাজেই। কিন্তু দেখো মন্ত্রী পাত্রটি এখনও যেন হাত ছাড়া না হয় । মন্ত্রী। না মহারাজ তার জন্ত চিন্তা নেই। ( মন্ত্রীর প্রস্থান। ) (নেপথ্যে গান “দেশে দেশে ভ্ৰমি তব দুখ গুন গাইয়ে।") রাজা। (স্বগত) ঐ-সেই গান—নিশ্চয় সে আস্চে। এমন আশ্চর্য্যি মেয়েও দেখিনি—আপনার ইচ্ছে মত কখন যায়—কখন আসে কিছুরই ঠিকানা নেই—ওকে ধরে রাখা অসম্ভব—১৫ ই দিনটা বড় ভাল-সে দিন আবার সম্রাটের জন্ম দিন-~সে দিন যদি ঠিক সময়ে আসে তা হলে কোন আড়ম্বর না ক'রে তৎক্ষণাৎ-বিবাহটা দিয়ে ফেল্পে হয়—আঃ তা হলে বাচা যায়—১৫ ই তারিখে ঠিক সময়ে যাতে আসে তাই বুঝিয়ে বলে দেখি-বিবাহের কথা বলব না, তা হলে নাও আসূত্বে পারে। (স্বপ্নময়ীর প্রবেশ । ) স্বপ্ন। (স্বগত) পিতার কি দোষ ?-জননীর কথা আমার কাছ থেকে শুনে প্রথমে তো তিনি ভারি খুশি হয়েছিলেন, তার পর মন্ত্রী তাকে কি বুঝিয়ে দিলে—আবার তার মত ফিরে গেল। আর