পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 স্বপ্নময়ী মাটক । চেয়ে তার নিকটে গিয়ে আমাদের মহৎ উদ্দেশ্য ব্যক্ত ক'রে বলি ন৷ কেন তিনি একজন হিরাজা, তিনি কি আমাদের এই মংে কার্ঘ্যে সাহায্য করবেন না?-যদি না করেন তখন আমরা প্রকাশ রূপে তার সঙ্গে যুদ্ধ করব। স্বরজ। মহাশয় বলেন কি-ও কথা মনেও আনবেন না। ভা হ'লে সমস্ত কাৰ্য্যই বিফল হয়ে যাবে। বৰ্দ্ধমান-রাজ যদি এর বিলুবিসর্গও জানতে পারেন তা হলে তিনি এখনি সমাটের প্রক্তি নিধিকে সংবাদ দেবেন। বৰ্দ্ধমান-রাজ সম্রাটের অত্যন্ত বিনীত অনুগত দাস তাকি আপনি জানেন না ?—এখন আমাদের সঙ্কল্পের কেবল মাত্র অঙ্কুর দেখা গিয়েছে, এখন একটু গোপন ভাবে কাজ না করলে সে অঙ্কুর কখনই ফলে পরিণত হবে না। শুভ। ই তা সত্য কিন্তু প্রতারণা ছদ্মবেশ– স্থরজ। মহাশয় আবার সেই কথা ? আপনার দ্বারা এ কাজ তবে হ'বে না--এত অল্পতেই আপনার সঙ্কোচ—এত অল্পতেই আত্মগ্লানি-স্ত্রীলোকের স্থায় অমন কোমল প্রকৃতির দ্বারা অমন কঠোর কাজ কখনই সাধন হতে পারে না। অন্ত লোক থাকৃতে দেবতার বেচে বেচে কেন যে আপনার উপরেই এই কঠিন কার্য্যের ভার দিয়েছেন তা বুঝতে পাচ্চিনে। আজ জানলেম দেবতাদেরও কখন কখন ভ্রম হয়। আপনার দ্বারা কোন কাজ হবে না-মাঝ থেকে আমরা হাস্যাম্পদ হব । হঁ। যদি কোন নীচ কাজের জন্য, নিজের স্বার্থের জন্য এসব করতে হত— তা হ'লে সঙ্কোচ হতে