পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। ১২১ একবার তাকে বুঝিয়ে বলি (প্রকাশ্যে) পিতা জননীর জন্যে তোমার সমস্ত ধন রত্ন দিলে না ? দেওনা পিতা। রাজা। তুই কি পাগল হয়েচিয়া,স্বল্পমরি-কে তোকে এ সব কথা শেখালে ? স্বপ্ন। কেউ না পিতা, স্বয়ং দেবতা। রাজা। সে কোন দেবতা বল, দেখি । স্বপ্ন। তিনি পিউ সব জায়গাতেই আছেন। রাজা। তুই তুকে দেখেছি । স্বপ্ন। বল কি পিতা, আমি আবাব তাকে দেখিনি ?-আমি বোজ তাকে ফুল দিয়ে পূজা কবি । রাজা । তার মন্দির কোথায় ? স্বপ্ন। কোথাও মন্দিব নেই—ডাজ এখানে, কাল সেখানে, সৰ্ব্বত্রই তিনি আছেন। তুমি আমার কথা বিশ্বাস কচ্চ না পিতা ? যদি তিনি দেবতা না হবেন তবে কি ক'রে আমাকে অমল কঠিন কারা গার থেকে অনায়াসে উদ্ধার করলেন ? স্বঃ বােধহয় কোন ছঃ লোক তোকে ছলুন। কচ্চে, তার কথায় ভুলি নে মা, তা হলে বিপদে পড়বি। রাজা। পিতা অমন কথা বোলো না তিনি অন্তর্যামী— এখনি জানতে পারবেন—কি ক'রে' বল্লে পিতা— তোলার একটুও ভয় হল না ? একেই তো তিনি বলেন তুমি দেশেব শত্র-যদি আবার জানতে পারেন ভূমি তাকে মান না—তা হলে ভয়ানক Y\)