পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ১২৫ حسنه 8.eس-- রাজবাটীর অন্তঃপুর। সুমতি জেহেনা । সুমতি। কেন ভাই উনি আমার সঙ্গে ভাল ক'রে কথা কন ন –কাছে গেলে বিরক্ত হন ? আমি কি করিছি ?–(ক্ৰন্দন ) জেহেন। তা আমি কি ক’রে জানব, তোমার হল স্বামী তার মনের কথা আমি কি ক’রে জানব বল— সুমতি। তোমার সঙ্গে সে দিন ভাল ক'রে কথা কইনি ব’লে কি তুমি ভাই রাগ করেছিলে ?—আমাকে ভাই মাপ কোরোআমার মন সে দিন খারাপ হয়ে গিয়েছিল বলে কথা কইতে পারি নি।—উনি সেই জন্য আমাকে ধমূকাচ্ছিলেন। জেহেন। তুমি কথা কওনি বলে আমি রাগ করব কেন ?— আমি জানি আমার অদৃষ্ট মন্দ, আমার সঙ্গে কথা কইতে লোকের ভাল লাগবে কেন ? আমার কি গুণ আছে যে ੋਸ਼ লাগবে ? সুমতি। তোমার ভাই আবার গুণ নেই—তোমার সঙ্গে আবার কেউ কথা কয় না ? উনি তোমার সঙ্গে কথা কইতে কত ভাল বাসেন—তুমি যতক্ষণ থাক উনি কেমন মুখে থাকেন। ঐ যে ভাই উনি আস্চেন। আমি চল্লেম।