১২৬ স্বপ্নময়ী নাটক । জেহেন। যাচ্চ কেন ভাই? থাক না—তুমিও গান শিখবে এখন। সুমতি। না ভাই কাজ নেই। (সুমতির প্রস্থান ) (জগৎরায়ের প্রবেশ।) জগৎ । (স্বগত) না আজ আর নবাবের ওখানে যাব না— কাল যাব। আর বোধ হয় রহিমের কথাই সত্যি-বিদ্রোহ সব মিথ্যে। আর যদি বা সত্যি হয়, আজ না গেলে কি ক্ষতি ? আজ জেহেনীর কাছ থেকে বিদায় নিয়ে কাল যাব-নিশ্চয় কাল যাব। এই যে জেহেনা (প্রকাশ্যে) ও কি! কাচি ੱਜ জেহেন ? কি হয়েছে ? বল না কি হয়েছে ? জেহেনা । (ক্ৰন্দন করত) রাজকুমার আমার কি সৰ্ব্বনাশ হয়েছে তা কি তুমি জান না ? জগৎ । সে কথা শুনেছি বৈকি। সে কথা শুনে আমার ভয়ানক কষ্ট হয়েছিল, কি করবে বল জেহেনা-আহ রহিমের মত লোক আর হবে না কিন্তু এত দিনেও তোমার শোক কি একটুও কমূল না ? কি করবে বল—সকলই অদৃষ্ট— জেহেন। রাজকুমার আমি জানি-আমি জানি সকলই আমার পোড়া অদৃষ্টের ফল। তবু জেনে শুনেও প্রাণটা কেমন থেকে থেকে কেঁদে ওঠে। কিছুতেই নিবারণ করতে পারি নে। আবাব যখন ভাবি ত্রিসংসারে আমার আর কেউ নেই, কোথায় যাই, কার আশ্রয়ে থাকি, একলা স্ত্রীলোক, তখন—(ক্ৰন্দন)
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।