వీ4 স্বপ্নময়ী নাটক । জেহেন। রাজকুমার তুমি ওকে ধরে আনো, আমিই চলে যাই— - o জগৎ। না জেহেনা ভূমি থাকো-আমি বুঝিয়ে বলেই সব মিটে যাবে।--(স্বগত) আমাদের কথা সব শুনতে পেয়েছে— এখন বুঝিয়ে বলিই বা কি ? যে কথা আমি বলিছি তা শুনলে কি আর রক্ষা আছে ?—আমি কি ক'রে তার কাছে মুখ দেখাব ?— নিশ্চয়ই আমাদের সব কথা শুনতে পেয়েছে। ( প্রকাশ্যে) সে শিশিট কোথায়—সে শিশিট কোথায় ? o জেহেন। এই যে রাজকুমার (মদের শিশি প্রদান ) জগৎ। আ! সকল রোগের মহৌষধ—(পান ) সুমতি আর কোথায় যাবে ? আবাব ফিরে আসবে—যাক চুলোয় যাকু— এখন জেহেন তুমি একটা গান গাও দিকি—আমি তা হলে সব ভুলে যাব-অামি তো তাকে কিছু বলি নি, আপনি যদি চলে যায় তো আমি কি করব—না, আমি তাকে নিয়ে আসি গে যাই, আহা বেচারা—জেহেন তুমি কঁাদচ ? জেহেন। রাজকুমার আমিই তোমার কষ্টের কারণ-কেন আমার সঙ্গে ভুেমার দেখা হয়েছিল—আমার সংস্রবে যে আসবে । সেই অমুখী হবে—সকলই আমার অদৃষ্ট—ন রাজকুমার আর আমি এখানে আস্ব না—তুমি সখীকে ডেকে আনো (ক্ৰন্দন) জগৎ । না জেহেনা—তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারব না—তুমি এখানে থাকৃ—তুমি যাতে সুখে থাক তাই আমি
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।