১৩8 স্বপ্নময়ী নাটক । ভান করব ? কি লজ্জার কথা ! আমি কি করে তার কাছে দেবতা বলে পরিচয় দেব? সে মনে করবে, আমার নিজের কোন পৌরুষ নেই, কেবল দেবতার ভান করে ছলনা করে আমি জয় লাভ কচ্চুি। সে তা হলে আমাকে কতই না উপহাস করবে। না, আর
যার কাছেই করি না কেন, তার কাছে আমি কখনই দেবতার ভান করতে পারব না। ’ স্থরজ। সে ভয় আপনাকে করতে হবে মা। তার সঙ্গে আমা দের দেখা হবার সস্তাবনা নেই। তিনি রহিমের স্ত্রী জেহেনাকে নিয়ে এমনি মেতে আছেন যে র্তার স্ত্রীকে পর্য্যস্ত ভাগ করেছেন । এ সমস্তই রহিমের কৌশল। শুভ। (স্বগত) কি! জগৎ তার স্ত্রীকে ত্যাগ করেছেন ? অার আমাদের চক্রেই এই সমস্ত ঘটেছে ? আমরাই একটি পরিবারের সৰ্ব্বনাশের কারণ ? আমাদের জন্তে এক জন সাধী স্ত্রী অনাথ৷ হল ? পৌরুষ গেল, বীরত্ব গেল, মনুষত্ব গেল, শেষে কিনা একজন স্ত্রীলোকের আশ্রয়ের উপর আমাদের জয় লাভ নির্ভর করচে ?— ভারতবর্ষের স্বাধীনতা নির্ভর করচে ?—এরূপ জয় লাভে আমাদের কাজ নাই -ਾਂ স্বাধীনতাতে আমাদের কাজ নাই । বীরের মত, পুরুষের মত, মনুষ্যের মত অত্যাচারের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে পারি তো ভাল নচেৎ দেশ-উদ্ধার স্বাধীনতা সমস্তই রসাতলে যাকৃ। স্থরজ। মশায় ভাবচেন কি ? এখন কাজের সময়, আমুন সব উদ্যোগ করা যাকৃ—