চতুর্থ অঙ্ক। )\రిసి ২। এমন ধূম তো আমার বয়সে দেখিনি। এখনও ১৫ ই আসেনি, এর মধ্যেই,নহবৎ বসে গেছে। আর, নাচ তামাস হচ্চে, গান বাজন হচ্চে, ভারি ধূম। ১ । তুমি ভাই সেখানে গিয়েছিলে নাকি ? ২। গিয়েছিলুম বৈকি, আজ আবার যাচ্ছি। সে তো কম দুর নয়, আজি না রওনা হলে সময় মত পৌছুতে পারব কেন ? সমস্ত নগরে আমায় দীপ জালাতে হবে আমার সঙ্গে চুক্তি হয়েছে। ৩। আমাকেণ্ডু ভাই ফুল মালা যোগাতে হবে। ১ ! তোমরা ভাই এই হাপায খুব লাভ কবে নিলে যা হোক। ২। ভ। ঈশ্বরের ইচ্ছে কিছু পাওয়া যাবে বটে, তুমি কি জল্প যচ্চ ভাই ? ১। আমি এম্নি যাচ্চি—তামাসাটা ভাই দেখুব না ?—বাদসার দরবার, আবার রাজার মেঘের বিযে—বল কি ? আমাদের গ্রামের আর সবাই চলে গেছে—ছেলে পিলেনিবে সবাই-আঃ তাদের আমোদ দেখে কে—তোমায় বল্ব কি, তাদের এ কয় রাত্তির আহলাদে ঘুম হয় নি। ২ । তা আমোদ হবে না গা, বল কি ! ৩। এবার শুৰুচি ভারি ঘটা করে আতস বাজি হবে। ১। শুন্চি না কি একটা হিন্দুর মন্দিরের ঠাট করে তাতে বাজি পোড়াবে।
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।