পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক | .* ১৪৭ জগৎ। আমার আবার ভাল লাগবুে না ?—জেহেন তোমাকে আর কি বলব—এ দুর্গ-মুখ। মনে করচ আমি মুমতির কথা ভাবি ? একবারও না। আমি তো তাকে যেতে বলিনি—সে যদি আপনি যায় তো আমি কি করব। (মদ্য পান ) যে কথা থাকু—জেহেন ভূমি একটা গান গাও— জেহেনা । ( গান ) কালাংড়া—আড়খেমটা । দেখে যা, দেখে যা, দেখে যা লো তোরা সাধের কাননে মোর, (আমার ) সাধের কুসুম উঠেছে ফুটিয়া, মলয় বহিছে সুরভি লুটিয়া রে— ( সেথা) জোছনা ফুটে, তটিনী ছুটে, প্রেমোদে ੋਜ ভোর । এস এস সখী এল গো হেথা দুজনে কহিব মনের কথা, তুলিব কুসুম দুজনে মিলি রে— (মুখে) গাথিবমালা, গণিব তারা, করিব রজনী ভোর।