পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । 8సి (মুমতির প্রবেশ ও দূরে দণ্ডায়মান। ) জেহেন। সখি এসো, অনেক দিনের পরে তোমাকে দেখছি— জগৎ । এসে না—কোথায় ছিলে এত দিন ?—বোসো না। তুমি চল, আমি যাচ্চি—বস্বে কি ? জেহেন। সখি বস্বে না ? জগৎ। সুমতি তুমি দাড়িয়ে কেন ?—আমি উঠুব ? অামাকে গোপনে কিছু বলবে? সুমতি । (গান ) রাগিণী সর্ষদ। নিতান্ত না রইতে পেরে দেখিতে এলেম আপনি, দ্যাগো বা না দ্যাথো আমাঘ দেখিব ও মুখখানি। মনে কবি আসিব না, এ-মুখ আর দেখাব না, না দেখিলে প্রাণ র্কালে, কেন যে তা নাহি জানি। এসেছি দিব না ব্যথা তুলিব না কোন কথা, সাধিব না কাদিব না—যাব এখনি। যেখাই আছে। সেথাই থাকে, আর কাছে যাব ট্রাকো, চোখের দেখা দেখুব শুধু দেখেই যাব অমনি। (মুমতির প্রস্থান)