পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏑᏈ স্বপ্নময়ী নাটক । জগৎ । (স্বগত) একি! আমি কি স্বপ্ন দেখছি!—যাই একবার বুঝিয়ে বলিগে—কি বোঝাব –বোঝাবার আছে কি –কিন্তু কিন্তু— t GFL জগৎ আমি তোমাকে কতই কষ্ট দিলুম, এ হতভাগিনীর সঙ্গে কেন তোমার দেখা হয়েছিল ? বেশ মুখে থাকতে, আমিই তোমার মুখ নষ্ট করেছি, যাই এখনি আমি সখীকে ডেকে আন্‌চি, আমাকে বিদায় দেও (ক্ৰন্দন ) জগৎ। সেকি জেহেনা, আমার কোন কষ্ট নেই। কেমন আমরা মুখে ছিলুম, মাক-থেকে একটা ব্যাঘাৎ হল, তাই মনটা কেমন এক রকম হয়ে গেল—আসলে কিছুই নয়, এখনি সব সেবে যাবে। জেহেনা তোমাকে আমি কিছুতেই ছেড়ে দিতে পারব না (মদ্যপান ) এই দেখ আমার সব সেরে গেছে—কৈ সে নাচ-ওয়ালিরা কোথায় ?— এখনও এল না কেন ? এই বার নাচ হোক, আজ সমস্ত রাত নাচ গান হবে, জেহেন তুমিও একটু খাও—(মদিরার পেয়ালা জেহেনার মুখে ধারণ ) - জেহেনা। (পান করিয়া) ঐ যে নাচ-ওয়ালিরা এসেছে। ( নৰ্ত্তকীদিগের প্রবেশ । ) জগৎ। তোমরা আর বস্তে পারবে না, নাচ আরম্ভ করে দেও—এখনি—এখনি—আর দেরি না—একটা সুখের গান –একটা মুখের গান-শীঘূঘির—শীঘূঘির—