পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*५भ्श ठाकू । ১৫৩ ঢাল ঢাল' শশধর, স্টাল' ঢাল' জোছনা ! সমীরণ বহে য'রে, ফুলে ফুলে ঢলি ঢলি ; উলসিত ভাটনী, উথলিত ीउबर খুলে দেরে মন প্রাণ। জগৎ । বাহবা! বাহবা! বেশ! বেশ! (ফুলের তোড়া নিক্ষেপ ) • * জেহেন । তুমি এইবার একটু খাও (মদের পেয়ালা জগতের মুখের নিকট ধারণ) জগৎ । (পান করিয়া) আ! আ! এমন মিষ্টি আর কখন লাগে নি। তুমিও ভাই একটু খাও (জেহেনার মুখে পেয়াল ধারণ) জেহেন । এই খাচ্চি (পান ) , জগৎ । ওকে ?—ও আবার কে ?—আবার ব্যাঘাৎ ? একি ! স্বপ্নমযী !—স্বপ্নময়ী এখানে —আজ হচ্চে কি !—এখানে কেন ?— আঃ ভারি উৎপাত !—একি !— ( স্বপ্নময়ীর প্রবেশ । ) জগৎ । স্বপন-তুই এখানে কেন ?—অ্যা? স্বপ্ন। ধিক্ ধিক্ ধিক ভাই, ওঠে। শীঘ্ৰ ওঠে, ডাকিনী গাহিছে ওই প্রমোদ-উল্লাসে २०