X6.8 স্বপ্নময়ী নাটক । নহে উহা অপ্সরার মুখের সঙ্গীত, ভেঙ্গে ফেল বীণা বেণু ছিড়ে ফেল মালা । চূৰ্ণ কর স্বরা পায়, নিভাও প্রাপ বঁধে কাট-বন্ধ তব, লগু ভলোয়ার, আগামী নবমী তিথি, চরি দণ্ড নিশি, বহিবে শোণিত স্রোত প্রাসাদ-মাঝাবে জলিবে চিতর আলো, পুড়িবে প্রাসাদ, সেই দিন যেই তিথি সেয়ে সেথা যেমো ! (স্বগ্ন রীর প্রস্থান । ) জগৎ । (স্বগত) একি !—কি কথা বলে গেল ?—আগামী নবমী তিথি, চারি দণ্ড নিশি—বহিবে শোণিত-স্রোত প্রাসাদ-মাপ বে! এর অর্থ কি?—বিদ্রোহ টা সত্যি হয়েছে ন কি ?–ভানি তে। সেই অবধি আর কোন খবব রাখি নি—এখনি যাই—কি সৰ্ব্বনাশ !—আঃ বিধাত। আমাকে নিশ্চিন্ত হয়ে সুখ-ভোগ করতে দিলেন ন –( উঠিয়া) জেহেন। ওকি জগৎ উঠ চ কেন ?—ঐ পাগলির কথায় আবার তোমার ভাবনা হল ?— জগৎ । পাগলি বটে কিন্তু ওব পাগলামিতে অর্থ আছে। জেহেন তুমি একটু বোলো—আমি আসচি–(স্বগত) ও:-স্বপ্নময়ীর কথাগুল আমার হৃদয় কঁাপিয়ে দিয়ে গেছে —যাই দেখে আসি ( নৰ্ত্তকীদের প্রতি ) যাও তোমরা যাও— ( নৰ্ত্তকীদের প্রস্থান, পরে জগতের প্রস্থান । )
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।