পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেংসিংহের নিভৃত উদ্যানবাটী। জেহেন ৷ জেহেনু । (স্বগত) সেই যে গেছে এখনও এলে না—আবার তার মন বদলে अने না কি ? সুমতিব চোখের জলে তার মন ভাবার গোলে গেল না কি ! না বোধ হয় এখনি ভাস্বে—ভামাব জালে একবার যে পড়েছে তাকে ভাব পালাতে হয় না। ও কে ? সুমতি যে ! এ সময়ে কেন ? ( সুমতির ব্যস্ত সমস্ত হুইয়া প্রবেশ । ) সুমতি। জেহেন বাঁচতে চাও তো পালাও—তোমার স্বামীর মৃত্যু হয় নি—তিনি ফিবে এসেছেন— জগৎ । ( ঘরের পর্দার অন্তরাল হইতে ) এ কি ! সুমতি জেহেন—সুমতির কাছে কি ক’রে মুখ দেখাব ? এইখান থেকে শুনি— জেহেন। ( ভীত ও বিক্ষিত হইয়া) কি! আমার স্বামীর মৃত্যু হয় নি ?—ফিরে এসেছেন ? কে তোমাকে বলে ?