স্বপ্নময়ী নাটক । هنا لا সুমতি • আমি স্বচক্ষে তাকে দেখিছি, তিনি এখানে এলেন বলে, এই ব্যাল পালাও— জেহেন। তোমার মিথ" কথা—আমি আর তোমাব ফিকির বুঝি নে ? তুমি মনে করচ ঐ বোলে আমাকে তাড়িয়ে দিতে পারলে তুমি अञ्चल আবার মুখ ভোগ করবে—কিন্তু ত র জন্যে তো মিথ্যে কথা কবার কোন অবশ্যক নেই—আমি তো এখান থেকে গেলে বঁচি—তোমার স্বামীই তো আমাকে ধরে রেখেছেন। আগে যদি জানতেম তিনি অমন খারাপ লোক-ত হ'ল কি তার সঙ্গে আমি আলাপ করতুম ? তুমি কেন এমন লোকের সঙ্গে আমার আলাপ করে দিয়েছিলে ? দেখ দিকি তার জন্য কি কাণ্ড হল— যদি সত্যিই আমার স্বামী ফিরে এসে থাকেন, তা হ’লে কি হবে বল দেখি । - - সুমতি । ( কিছু কাল নিস্তব্ধ ও অবাকৃ ভাবে থাকিয়া স্বগত ) কি আশ্চৰ্য্য অবশেষে আমাকেই অপরাধী কবৃচে ! আমি সমস্তই জানি, অথচ আমবিই মুখের नेमान है जब कक्ष বলতে সাহস কচ্চে—মনে কবেঢ়িলুন কোন কথা কইব না-কিন্তু আর না বোলেও থাকতে পাচি নে। ( প্রকাশ্যে ) নিম্ন জ! শেষে আমিই অপরাধী ? তোমার কোন অপরাধ নেই ? আমি যে তোমাকে আমার হৃদয়ের বন্ধু মনে ক’রে বিশ্বাস করে আমার সর্বস্ব ধনকে একলা ফেলে তোমার কাছে রেখে যেভূম, তাই কি আমার অপরাধ ? লুকিয়ে লুকিয়ে মদ এনে দিয়ে কে তার সর্বনাশ করলে ? পানের
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।