bro স্বপ্নময়ী নাটক । শুভ। আচ্ছা—আচ্ছা। তবে তাই । স্বরজ। এই সময় রহিম খাঁর আস্থার কথা ছিল, এখনও যে আস্চে না ?— শুভ। রহিম খা ?— স্বরজ। ই আপনার সঙ্গে দেখা করতে আসবে বলেছিল।—এই · ষে সে আসচে। ( রহিম খার প্রবেশ । ) " সুরজ। বন্দেগি খ সাহেব। রহিম। বন্দেগি, বনোগি । মেজাজ সরিফ ?— সুরজ। আপনার আশীৰ্ব্বাদে একরকম ভাল আছি। (শুভ সিংহের প্রতি) ইনি আমাদের র্থ সাহেব, বড় ভাল লোক, উনি পরচর্চায় থাকেন না—কারও নিন্দাবাদ করেন না—কেবল আপনার | १र्ष निप्प्लट्टे श्रांtछ्न রহিম। আপনার সঙ্গে আমার সাক্ষাৎ আলাপ ছিল না বটে কিন্তু আপনার আমি সমস্তই জানি। আপনার প্রপিতামহ রঘুনাথ সিং প্রথমে বাঙ্গালাদেশে এসে বা স্থাপন করেন, তার পর তার পুত্ৰ আপনার পিতামহ কানাই সিং চিতোরার তালুক ক্রয় করেন—তার দেনায় চিতোরা তালুক বিক্রি হয়ে যায়—বৰ্দ্দার ফতে সিং ক্রয় করে—তার পর সে ম'রে গেলে তার ছেলে বীর সিংহের কাছ থেকে আপনার পিতা তুর্লভ সিং আবার ঐ মহল ক্রয় ক'রে পৈতৃক সম্পত্তি উদ্ধার করেন।
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।