১৬২ স্বপ্নময়ী নাটক । র্তাকে সমর্পণ ক'রে দিয়ে যাব—তার উপর আমার কোন অধিকার থাকবে না।--আর কি চাও জেহেন ? এতে ৭ কি হবে না ? ঐ তোমার স্বামী তলোয়াব , হাতে ক’রে এই দিকে আসচে-কি হবে!—কি হবে —জগৎ তো এখানে আসেন নি ?--ঐ যে তিনি এসেছেন, ज्ररहे তে সৰ্ব্বনাশ ! ( নিস্কোষিত তলোয়ার হস্তে রহিমের প্রবেশ । ) রহিম । কৈ কৈ ? বিশ্বাসঘাতিনি— জেহেন। (দৌড়িয়া গিয়া রহিমের পদতলে পড়িয়া ক্ৰন্দন ) নাথ আমাকে রক্ষা কর, ভানকে এখন থেকে উদ্ধার কর—জগৎ আমাকে এখানে বনী করে বেখেছে—আমি অমন দুষ্ট লোক— অমন খারাপ লোক আর কখন দেখিনি । সুমতি। রহিম খাঁ, তুমি ওব কথা শুনো না, তিনি ওকে বন্দী করে রাখেন নি, সব মিথ্যা কথা। রহিম । আমি তোমাকে শীঘ্রই উদ্ধার কচ্চি—আমি মনে কবেছিলুম, তোকে দেখ বা মাত্রই এই তলোবার দিয়ে কুটকুট করে কাষ্ট্ৰব, কিন্তু ন| তাতেও তোৰ যথেষ্ট শাস্তি হবে নাভাবও কিছু চাই ; একটু বোস্, জানি তোকে ভাল করেই উদ্ধার করঢ়ি-ভাগে ভোর প্রাণকান্তকে শেষ করে আলি (মুমতির প্রতি) -তুই জগতের স্ত্রী ? বল কোথায় তোর স্বামী ?
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।