পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । >Wりぐ জগৎ । (স্বগত) উঃ শেষ পর্য্যন্ত ছলনা !—ন জানি কি উপাদানে বিধাত ধুকে গড়েছিলেন-আ!—মুমতি দেবতা-আমি পিশাচ-কি করে তার কাছে মুখ খোব ?—আমি তার কি সৰ্ব্ব নাশই করিছি –সুমতি আমার জন্যে কি না করেছেন— তিনি কি মার্জন করবেন ন?-করবেন—করবেন--তিনি করুণাময়ী দেবী—কোথায় তিীি ?--যাই ( জগতের প্রস্থান । ) চতুর্থ গর্ভক্ষ।

  • -*

বারাও যুক্ত রাজ-প্রাসাদের সম্মুখস্থ ফুলমাল ও মোগল পতাক শোভিত বহিরঙ্গন। রাজ, মন্ত্রী ও তত্ত্ববাগীশ । রাজা। আ! আজ কি আনন্দের দিন ! মন্ত্ৰী নহবৎ বাজাতে বলে দাও—এখনো আলো সব জালে নি কেন ?—এখনি জালুতে বলে দাও—তত্ববাণীশ মহাশয় লঞ্জের আর কত বিলম্ব ? তত্ব। মহারাজ, আর বড় বিলম্ব নাই। মন্ত্রী। কিন্তু মহারাজ, রাজকুমারী যে এখনও আসেন নি।