>Wッぐり স্বপ্নময়ী নাটক । রাজা । তার জন্য ভেবো না মন্ত্রি, সে সব ঠিক আছে। সে নিশ্চব অস্বে, আনবি কাছে বলে গেছে। অ!চ্ছ। বরং এক জন ণেক এগিয়ে গিযে দেখে আস্থক, বোধ হয় নিকটেই কোথাও আছে। সে জন্য তোমবা ভেবে না। পাত্ৰট তো ঠিক আছে ? মন্ত্রী। মহারাজ, পাত্রের জন্য কোন চিন্তা নাই। রাজা। পাত্রের জন্যই চিন্তা—পাত্রটি হাতছাড়া হলে অমন পাত্র আর পাওয়া যাবে না—বল কি, যড়দর্শন কণ্ঠস্থ ! মন্ত্রি, তার জন্য এক-প্রস্ত দর্শন শাস্ত্ৰ আনিয়ে রেখেছ তো ? অামাব গ্রন্থগুলি নিয়ে টানাটানি করলে চলবে না—আর, সে-সব অতি জীর্ণ হয়ে পড়েছে—একপ্রস্ত নুতন গ্রন্থ তার জন্য আনিয়ে দিও—বুলে মন্ত্রি ? মন্ত্রী । অজ্ঞ। মহাবাজ, সে-সমস্তই প্রস্তুত আছে। রাজ। তোমরা স্বর্ণ-মণি-মুক্তাব দান-সামগ্ৰী হাজার দাও ন! কেন –ভানি বেশ বলতে পাপি, সে-সকল তার মনে ধরবে না। যার শাস্ত্রে মতি হয়েছে বিশেষতঃ যার ষড়দর্শন কণ্ঠস্থ, ওরূপ নশ্বর পদার্থে তার আস্থা হবে কেন ? তা হতেই পারে না—কি বল তত্ত্ব বাগীশ মহাশয় ? তত্ত্ব। তবে সন্দেহ কি মহারাজ, শাস্ত্রে আছে—“জ্ঞানাং পরতরং নহি ।” মন্ত্রী । তত্ত্ববাগীশ মহাশয়, লগ্নের তো সময় হয়ে এল । রাজা। সময় হয়েছে না কি ?
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।