পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>やb" স্বপ্নময়ী নাটক । বাজাতে বল—অন্তঃপুরে হুলুধ্বনি করুক—পাত্রকে শীঘ্ৰ আন হোকৃ— - মন্ত্রী। অমন কচ্চিস্থ কেন ? (নেপথ্যে পুনৰ্ব্বার কোলাহল ) ও কিসের কোলাহল ? রাজকুমারী কি আদেন নি ? রক্ষ। বলুচি মহারাজ বলুচি-আমার মুখ শুকিয়ে যাচ্ছে— ফাঠকের কাছে এসেছেন—তলে যার হাতে করে—তিনি—এগিয়ে এগিয়ে আসছেন—আর ঠাল পিছনে মশাল হাতে করে ডাকাতের মত হাক দিতে দিতে অনেক লোক আস্ঢে - , রাজা। কি ! তলোয়ার হাতে ? মন্ত্রী। কি ! মশাল জালিয়ে ! রক্ষক। আজ্ঞা হা মহারাজ, ঐ বারাওয়ে উঠে দেখুন না, সব দেখতে পাবেন । রাজা। চল চল মন্ত্ৰি দেখিগে—কি ব্যাপার কিছুই তো বুঝতে পাচ্চিনে— মন্ত্রী। চলুন মহাবাজ । কি সৰ্ব্বনাশ ! (নিষ্কান্ত হইয় প্রাসাদের বারাণ্ডায় উঠিয় উভয়ের দণ্ডায়মান ও অবলোকন—কোলাহল আরও নিকটবৰ্ত্তী ) রাজা । উঃ—কি কোলাহল –ও কি সব ভাস্কচে ?—তাইতো কি নব্বনাশ! মন্ত্রি ব্যাপারটা কি ? কৈ স্ব সমরী কোথায় ? —সব মিথ্যে—ওদের মধ্যে স্বপ্নময়ী কি করে থাকবে ? মন্ত্রী। মহারাজ আপনি কোথাও নড়বেন না—এইখানে