পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম अझ । •Vసి . থাকুন-আমি দেখে আসি। এ আর কিছু না এ বিদ্রোহ, আর স্বপ্ন ময়ী তার নেতা । ৯ রাজা । কি! বিদ্রোহ ! স্বপ্নময়ী বিদ্রোহের নেতা ! স্বপ্ন তার পিতার বিরুদ্ধে ?—বল কি মন্ত্রি, তা কখনই হতে পারে না। দেখলেও আমার প্রত্যয় হবে না। भर्ती । ঐ রাজকুমারী—কি সৰ্ব্বনাশ ! আপনি এখানে থাকুন, কোথাও নড়বেন না—কি জানি, বিপদ হতে পারে, আমি দেখে আসি—(মন্ত্রীর প্রস্থান । ) রাজা। (স্বগত) কি! স্বপ্নময়ী—আমার দুধের মেয়ে—তাকে আমি ভয় করব ? দেখি সত্যি কিনা—কি ভয়ানক কোলা হল ! (স্বপ্নময়ীর নিকোৰিত তলোয়ারহস্তে, “দেশে-দেশে ভ্ৰমি” এই গান গাইতে গাইতে ও তাহার পশ্চাতে শুভ সিংহ মুরজ মল ও মহা কোলাহল’ করিতে করিতে বাগদিদের প্রবেশ । ) স্বপ্নময়ী। সব ছিড়ে ফ্যাল—ভেঙ্গে ফ্যাল—পিতার আলয়ে মোগল-ধ্বজা ! (স্বপ্নময়ীর স্বহস্তে মালা ছিন্ন করণ ও ধ্বজ। উৎপাটন |) o বাদি। ছিড়ে ফ্যালু–ভেঙ্গে ফ্যাল—মার মার—সব ছারখার করে দে (মালা ছিন্ন করণ ও ধ্বজা উৎপাটন। ) २२