পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চয় অঙ্ক । ᎼᎸᎼ জননীর জন্ত দাও না পিতা-তা হলে সব মিটে যায়—আমি কি করব ? দেবতা! পিতাকে শুভ বুদ্ধি দাও, আমাকে রক্ষা কর— আমাকে রক্ষা কর— やマ I (স্বগত) এ দৃশ্য আর দেখা যায় না—মহাদেব, হৃদয়ে বল দাও । রাজা । কে cयू দেবতা ? স্বপ্ন। ( শুভসিংহকে দেখাইয়া ) ঐ দেখ পিতা— ঐ আমার দেবতা-পিতা উনি দয়ার সাগর— r রাজা। কি বল্লি স্বপ্নময়,—আমার অদৃষ্টের শনি,—আমার শুভ্র যশের কলঙ্ক, ঐ ভোর দেবতা –ও ভোর দৈত্য –ছলনাময় নিষ্ঠুর দৈত্য –কি ! শুভসিংহ, ভূমি মনে করেছ, আমি তোমাকে চিনতে পারি নি ? তুমি এই বালিকাকে—এই সরলা বালিকাকে ছলনা করেছ ? কথা কচ্চ না যে ? স্বপ্ন । পিতা, কর কি, কর কি, দেবতাকে ও রকম ক'রে বোলো না, এখনি সৰ্ব্বনাশ হবে; পিতা, উনি শুভ সিংহ নন, উনি মানুষ নন, উনি দেবতা। রাজা। কি ! শুভসিংহ দেবতা ? একজন সামান্ত তালুকদার— সে দেবতা ? শুভসিংহ তোর মন হরণ করেছে ? স্বপ্নময়ি— মা—তোকে মিনতি করচি, এমন ভয়ানক কলঙ্কে আমাদের উচ্চ ংশকে—আমার বাৰ্দ্ধক্যকে-আমার গৌরবকে কলঙ্কিত করিষ নে, করিসূ নে—হা ভগবান! কি লজ্জা ! স্বপ্নময়ি তুই-তুই আমার