১৭২ স্বপ্নময়ী নাটক । এই শেষ দশায় আমাকে এই যন্ত্রনা দিলি ? আমি যে তোকে এত স্নেহমমতা করেছি, তারই কি এই পুরস্কার ? স্বল্পময়ি, মা, তোর পিতার চেয়েও কি ঐ তালুকদার-কোথাকার অপরি চিত একজন সামান্ত তালুকদার—তোর কাছে বড় হল ? চুপ্ করে রয়েটি যে ? কি ভয়ানক কাজ করেচি এখন বুকি বুঝতে পেরেচিস্ ༈ ཕཝ་ཤ་ অনুতাপ হচ্চে বুলি ?—অ !—তাহলে আমি সব মার্জনা করচি—সব ভুলে যাচ্চি—আয় মা, আমার সঙ্গে আয়—ঐ দৈত্যকে ত্যাগ কর। - স্বপ্ন। পিতা, আমার প্রাণের ইচ্ছে, তোমার কথা শুনি—কিন্তু এযে দেবতার আদেশ পিতা, দেবভা যে পিতার চেয়েও বড়, মাতার চেয়ে বড়, সকলের চেয়ে বড়—কি করে তার কথা এখন— দেবতা, দেবতা, তুমি পিতাকে বুঝিয়ে বল, আমাকে রক্ষা কর। রাজা। বিধাতঃ–এ সংসার কি তুমি কঠোর লোকদের জন্তই স্বষ্টি করেছে ?—এ সংসারে কঠোর না হলে কি কেউ কারও বাধ্য হয় না ?--আচ্ছা আজ থেকে আমিও কঠোর হব, স্নেহ মমত; বিন্দুমাত্রও আমার হৃদয়ে আর থাকবে না। স্বপ্নময়ি শোন, আমি চন্দ্র স্বার্কে সাক্ষী করে এই অভিশাপ দিচ্চি যে, এক দিন, ঐ তোর দেবতা ঐ ভোর প্রণীই এক দিন আমার হয়ে তোর উপর প্রতিশোধ তুলবে;–এই সকল নীচ প্রণয়, জানিস স্বপ্নময়ি, অবশেষে ছলনাতেই পরিণত হয়—ছলনাই যেন তোদের এই জঘন্য মিলনের শেষ ফল হয়—ছলনাতে যার জন্ম, ছল
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।