পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । ১৭৩ নাতেই তার শেষ —আমাকে যেমন এই শেষ দশায় কষ্ট দিলি, তুইও সেই রকুম সমস্ত জীবন-স্বল্পময়ি, মাআমার কাদচিম ? না আমি তোকে কিছু বলিনি—তুই আমার দুধের বাছা, ননির পুতলি—তোকে অভিসম্পাৎ করে এমন কঠোর প্রাণ কার?—ন না না। তুমি কি চাও মা ?—তুমি আমার শত্র ਾਂ এসেছ ?—তুমি তোমার বৃদ্ধ পিতার বুকে ছুরি বসিয়ে দেবে—দাও মা (ক্ৰন্দন ) স্বপ্ন। পিতা—পিতা—ও কথা বোলোনা পিতা—তোমার এঅকৃতজ্ঞ দুহিতাকে এখনি বধ কর-আরসহ হয় না (কন্ন) দেবতা তুমি আমাকে বধ কর—আর আমি পারিনে—আমি কি করব— রাজা। শুভ সিংহ, দেখ আমার আর কোন অস্ত্র নাই—পিতৃহৃদয়ের অশ্রুজলই आगाई ७कयाज अल-डान कि একটুও দয়া হচ্চে না ? আমি বৃদ্ধ –আমি অবমানিত—স্বপ্নময়ী, যাকে আমি বড় ভাল বাসি, সে আমার হৃদয়ে আঘাত দিয়েছে—আমি তোর কাছে আত্মসমর্পণ কষ্টি—তুই ধন নে, রত্ন নে—আমার সর্বস্ব। নে—কিন্তু আমার কন্যাকে ফিরিয়ে দৈ—যে কুহকে তুই ওর মন হরণ করিচিস সে কুহক ভেঙ্গে দে—আমার শুভ্রকেণুের অবমাননা করিল নে—নিষ্ঠুর, কিছুই উত্তর দিচ্চিস্থ নে ? শুভ। রাজন, তোমার দুহিতা তুমি ফিরে নেও, তোমার ধন রত্ন জননীর কাছে সমর্পণ কর। স্বপ্ন । পিতা, জননীকে ধনরত্ব দেও, আমাকে রক্ষণ কর, আমাকে রক্ষা কর ।