স্বপ্নময়ী নাটক। לצ স্বর। (শুভসিংহের প্রতি) আমি তো আপনাকে বলেছিলুম উনি কেবল পরোপকার নিয়েই আছেন। এমন সৎ লোক মশায় আর দেখা যায় না। রহিম। আপনি জমিদারের বাড়ির খবর জিজ্ঞাসাকচ্ছিলেন ?— জগৎ কিছু লোক মন্দ নয়—তবে কি না একেবারে বোয়ে যাচ্ছিলভাগ্যিস আমি ছিলুম তাই চরিত্রটা শুধরে এসেছে—জমিদার কুষ্ণরামের কথা আর বোলে না—সেটা নিস্তান্ত নিৰ্ব্বোধ, পাগল বল্পেও হয়—আর তার একটা মেয়ে আছে—সেটা পাগুলির মত কোথায় যে বেড়িয়ে বেড়ায় তার ঠিকৃ নেই—লোকে বলে পাগুলি— কিন্তু আমি জানি সে কি উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যায়— স্বর। তার চরিত্র সম্বন্ধে কি কিছু গোল আছে না কি ? রহিম। সে কথায় কাজ কি ?—আমি পরচর্চা করতে ভাল বালিনে। তবে তোমরা নিতান্তই খবর শুনতে চাইলে তাই দুই একটা কথা বলুম –বর্ধমান জমিদারের আরম্ভ কোথা থেকে হল জান ?– ' স্বর। না খাঁ সাহেব। (স্বগত) এইবার বুঝি আবার কুলটি জাওড়ায় । " t রহিম। আবু রায় জাতিতে কৰ্পর ক্ষত্রিয়, বর্ধমান জমিদার বংশের আদি। পঞ্জাব থেকে বাঙ্গালা দেশে এসে বর্ধমানে সে বসবা করে—১৭৬৮ আমাদের মুসলমান অব্দে, চাকলা-বর্ধমানের ফৌজ দারের অধীনে বর্ধমান সহরের অন্তভূর্ত পেকাবি বাগানের চৌধুর
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।