১৮২ স্বপ্নময়ী নাটক । স্বপ্ন। প্ৰভু তুমি দেবতা, তুমি আমার পিতার প্রাণ এনে দাও, তুমি কি না পার ? পিতা তো তোমার শত্র নন, দেখ প্রভু তুমি যা চেয়েছিলে, তিনি সমস্তই দিয়েছেন । তবে কেন ওঁর প্রাণ নিলে ? তুমিই যদি ওঁর প্রাণ নিয়ে থাক, ভূমিই আবার ওঁর প্রাণ ফিরে তৎ-প্রন্থ ड्रने দেবতা, তোমার অসাধ্য কি আছে ? প্রভু আমাকে রক্ষা কর, আমার পিতাকে फ़िtज़ फ़ों 8 ( क्लन्न ) শুভ। স্বপ্নময়ি, আমি তোমাকে আর প্রবঞ্চনা করব না, আমি একজন ক্ষুদ্র মনুষ্য— স্বপ্ন। কি ! একজন ক্ষুদ্র মনুষ্য ? তুমি প্রভু, তুমি একজন ক্ষুদ্র মনুষ্য ? -তুমি একজন ক্ষুদ্র মনুষ্য ? প্রভু আমাকে কি পরীক্ষা করুচ ? শুভ। স্বপ্নময়ি, আমি তোমাকে সত্য বলুচি, আমি দেবতা নই, আমি একজন সামান্ত মনুষ্য, আমি দেবতা নাই—আমার নাম শুভসিংহ । w স্বপ্ন। কি ! শুভসিংহ ? পিতা যার কথা সে দিন বলেছিলেন যেই তালুকদার শুভসিংহ ? শুভ । হঁ। আমি সেই । স্বপ্ন। না প্রভু, তুমি তা নও-নিশ্চয় তুমি আমাকে পরীক্ষা করূঢ়-প্রভু আমার পিতাকে ফিরে দাও— শুভ। স্বপ্নময়ি, ক্ষুদ্র মন্থয্যের তা সাধ্যাতীত। আমি দেবতা
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।