পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । >bペ) নই, তার প্রমাণ চাও? দেখ, আমার কপালে সে ঢোক জলতো— সে চোক আর নেই যে কৃত্রিম চোক আমি দূরে নিক্ষেপ করেছি। স্বপ্ন। দেবতা না হলে অমন ক্লারাগার পেকে কি ক’রে আমাকে উদ্ধার করলে ? শুভ। এখানকার অনেক লোকেই আমাকে দেবতা বলে জানতো, কারাগারের রক্ষকেরা আমাকে দেবতা মনে করে আমার সেই ললাট চক্ষু দেখে ভয় পেয়ে আমাকে দ্বার খুলে দিয়ে ष्ट्रिल । স্বপ্ন। দেবতা না হলে মুমতির দুঃখের কথা কি ক’রে জানতে পারলে ? শুভ। আমি স্বয়জমলের কাছ থেকে আগে থাকৃতে জেনে छ्लूिग । স্বপ্ন। কি! আমাকে তবে তুমি বরাবর ছলনা করে এদেছ ? তুমি দেবতা নও । তুমি মানুষ ? তুমি প্রবঞ্চক ? তুমি প্রতারক ? फूमिहे यागांत शिडाद शृङ्गाज़ काशनं ? छूमि-नडिा टूमि ? শুভ। ই সকলই সত্য, স্বপ্নময়ি আর আনি, তোমাকে ছলনা করব না—তোমার নিকট একটু ৪ গোপন করি নি। স্বপ্ন। কি ! যাকে আমি দেবতা বলে এত দিন পূজা করে এসেছি, সে একজন ভীষণ দৈত্য ! পিতা, তোমার কথাই ঠিক, ভূমি যা অভিসম্পাৎ করেছিলে, তাই ঠিক হল---ঐ পাষণ্ড দৈত্যের ছলনায় আমি কি কাজ না করেছি, আমি তোমার দুদয়ে আঘাত